দেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিরোধ গড়ে তুলবে আ’লীগ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
দেশবিরোধী ষড়যন্ত্র দেখলেই প্রতিরোধ গড়ে তুলবে আওয়ামী লীগ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌথ সভায় এ হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের কষ্ট লাঘবে বর্তমান সরকার সবকিছুই করবে বলেও আশ্বস্ত করেন তিনি। স্মার্ট বাংলাদেশ গড়তে জনগণের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন তিনি। এর আগে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের ২২তম কাউন্সিলের নির্বাচিত সদস্যরা।
আওয়ামী লীগের সভাপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এ সময় সঙ্গে ছিল আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা।
পরে, দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সভাপতি শেখ হাসিনা।
বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো ভবিষ্যতেও জনকল্যানে কাজ করতে প্রতীজ্ঞাবদ্ধ আওয়ামী লীগ।
নৈরাজ্য সৃষ্টি করে দেশের চলমান উন্নয়নে বাধা সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সরকার প্রধান।
জনগনের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে গোপালগঞ্জে ২৭টি প্রকল্পের উদ্বোধন এবং একটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।