শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণেও বাঁধা এসেছিল : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
রাজধানীর গণপরিবহনে মেট্রোরেলের সংযোজন যোগাযোগ ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণেও বাঁধা এসেছিল। মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জানান, মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব সবাইকে বুঝতে হবে। বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে তিনি আরও বলেন, জনগণের সুবিধার কথা চিন্তা করে, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে ৷