টেকসই বৈশ্বিক প্রবৃদ্ধি ও বিশ্ব শান্তি বজায় রাখতে দূরদর্শী উদ্যোগ গ্রহণের আহবান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসর্নের বিষয়টি ভুলে না গিয়ে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লীতে দুদিনব্যাপী ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট’এর উদ্বোধনী দিনে এই আহ্বান জানান তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিশ্ব শান্তি বজায় রাখতে সমম্বিত ও দূরদর্শী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
আসন্ন জি ২০ সম্মেলনে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর বক্তব্য তুলে ধরার লক্ষ্যে ভারতে রাজধানী নয়াদিল্লীতে শুরু হয়েছে ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট ২০২৩।
গণভবন থেকে দুদিন ব্যাপী এই ভার্চুয়াল সম্মেলনে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে স্বাগত বক্তব্যে ইউক্রেন সংকটের প্রতি ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা স্পষ্ট বিশ্ব আজ সংকটে নিমজ্জিত এবং কবে উত্তোরণ হবে তাও অনিশ্চিত। এমন পরিস্থিতে বিশ্বের ৩ চতুর্থাংশ জনগণের গ্লোবাল সাউথকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রশ্নে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বআরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন শেখ হাসিনা।
২০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং ১২০টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে চলা এই সম্মেলন খাদ্য ও জ্বালানি সংকটসহ ৮ বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান আয়োজক দেশ ভারত।