চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মাঝারি শৈতপ্রবাহ
- আপডেট সময় : ০২:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মাঝারি শৈতপ্রবাহ।জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রী সেলসিয়াস। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন।
পৌষের শুরু থেকেই মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। শেষ দিকে এসে ঠান্ডার তীব্রতা আরো বেড়েছে। এটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
সকালে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। গত দুদিন থেকে জেলাজুড়ে বইছে ঠান্ডা বাতাস। বেলা বাড়ার সাথে সাথে সুর্যের দেখা মিললেও হিম বাতাস থাকছে সকাল থেকে রাত পযন্ত।
হিমালয়ের ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশায় পঞ্চগড়ে বেড়েছে জনদুর্ভোগ। তেতুঁলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ। এমন অবস্থা আরো কয়েকদিন থাকবে বলে জানায়, আবহাওয়া অফিস। প্রচন্ড শীতে চরম বিপাকে পড়েছে মানুষ। মাঠে যেতে পারছেন না কৃষকরা।
মানিকগঞ্জেও টানা শৈতপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। কনকনে ঠান্ডার সাথে তীব্র বাতাসে বেশি বিপদে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। পেটের দায়ে তীব্র শীতেই কাজ করতে বাধ্য হচ্ছেন শ্রমজীবীরা।