রাজশাহীতে বসেছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যমেলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মেলায় কেবল রাজশাহী বিভাগই নয়, ক্ষুদ্র উদ্যোক্তারা এসেছেন রংপুর ও ময়মনসিংহ থেকেও।
পরিবেশবান্ধব হিসেবে পাটজাত পণ্য ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে এখাতকে বেছে নিয়েছেন অনেকেই। আর উদ্যোক্তা হিসেবে হিজড়াদের সমন্বিত প্রচেষ্টাও নজর কেড়েছে সবার।
বর্তমান সরকার নানা সুবিধা দেয়ায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছেন বলে জানান সিটি মেয়র।
রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত এই মেলা চলবে ১৮ জানুয়ারি পযন্ত। এখানে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন দর্শনার্থীরা।