ফাইনালে রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মদ্রিদ
- আপডেট সময় : ০৩:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা ও রিয়াল মদ্রিদ। সৌদি আরবের কিং ফাহাদ আর্ন্তজাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। প্রতিপক্ষ রিয়াল বলেই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী বার্সা। আর কখনো ফাইনাল না হারা রিয়াল কোচের রেকর্ড আত্মবিশ্বাস যোগাচ্ছে লস ব্লাংকসদের।
ক্লাব ফুটবলের সবথেকে বড় দ্বৈরথের নাম এল ক্লাসিকো। যেখানে মুখোমুখি হয় দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যে ম্যাচের প্রভাব মাঠ ছাপিয়ে মাঠের বাইরেও দেখা যায়। আর যদি সেটা হয় শিরোপা নির্ধারনী ম্যাচ, তাহলে উত্তেজনার পারদ পৌছায় সর্বোচ্চ শিখরে।
স্প্যানিশ সুপার কাপের সবথেকে সফল দল বার্সেলোনা। ২৪ বার ফাইনাল খেলে ১৩টি শিরোপা ঘরে তুলেছে কাতালান ক্লাব। তবে নিজেদের শেষ সুপার কাপের শিরোপা এসেছিল ৫ বছর আগে।
এবার ১৪তম শিরপা ঘরে তোলার ব্যাপারে আশাবাদী বার্সা বস জাভি হার্নান্দেজ। তবে প্রতিপক্ষ রিয়াল বলেই যে একটু বাড়তি সতর্ক এই বার্সা
লেজেন্ড।
রিয়াল বস কার্লো আনচেলোত্তি কখনো ফাইনাল হারে না, এমন প্রশ্নের জবাবে এ রেকর্ড ভাঙ্গার ব্যাপারে আত্নবিশ্বাস ব্যক্ত করেছেন বার্সা কোচ।
রেকর্ড হয় ভাঙ্গার জন্য আর এজন্যই আমরা আরো বেশি আত্মবিশ্বাসী। আমার বিশ্বসা আমরা রিয়ালকে হারাবো এবং শিরোপা জিতবো।
এদিকে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী রিয়াল মাদ্রিদও। দলে কিছুটা ইনজুরি শংকা থাকলেও তা নিয়ে চিন্তিত নন রিয়াল হেড। এছাড়া করিম বেনজেমার দুর্দান্ত ফর্ম স্বস্তি দিচ্ছে আনচেলোত্তিকে।
বেনজামার দুর্দান্তভাবে ফিরে আসা পুরো দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে এবং সেও নিজের সেরাটা দিতেই প্রস্তুত।
কার হাতে উঠবে নতুন বছরের প্রথম শিরোপা, দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা। তবে শিরোপা যেই জিতুক না কেন দুই চিরপ্রতিদ্বন্দীর দ্বৈরথ আভাস দিচ্ছে নান্দনিক এক ফুটবল ম্যাচের।