৩১ জেলায় ৫০টি মডেল মসজিদ উদ্বোধন
- আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
নিত্যপণ্যের অবৈধ মজুদ, দুর্নীতি ও অনিয়মসহ সামাজিক অসঙ্গতি দূর করতে জুম্মার খুতবায় সাধারণ মানুষকে আলোকিত করতে বিশেষ বয়ান দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় ধাপে দেশের ৩১ জেলায় ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জঙ্গীবাদের কারণে ইসলামের বদনাম হয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ও হানাহানি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আলেমদের সজাগ থাকতে হবে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়, দ্বিতীয় ধাপে দেশের ৩১ জেলায় ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের আনুষ্ঠানিকতা।
গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন নতুন মসজিদ উপহার পাওয়া ঢাকা রাজশাহী, শরিয়তপুর এবং কুমিল্লার স্থানীয় জনগন ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে তুলে ধরা হয় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে থাকা আধুনিক সুযোগ সুবিধার কথা।
বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ইসলাম ও রাজনীতি নিয়ে জাতির পিতার ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জাতির পিতা আদর্শ অনুসরণ করেই ইসলামের আলোয় সমাজকে গড়ে তুলতে সরকারে এই উদ্যোগ বলে জানান তিনি।
সরকার প্রধান বলেন, পরমত সহিষ্ণুতা ও অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নেয়াই সরকারে লক্ষ্য।
দুর্নীতি অনিয়ম, নারী নির্যাতনসহ সমাজের অসঙ্গতি দূর করতে জুম্মার খুতবায় বিশেষ বয়ান রাখতে ইমামদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ধর্মীয় ও প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্তি করে ২য় ধাপে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্বোধন করেন শেখ হাসিনা।