বিভিন্ন জেলায় আবারোও জেঁকে বসেছে শীত
- আপডেট সময় : ০৪:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় আবারো জেঁকে বসেছে শীত। আরও কয়েকদিন এমন অবস্থা থাকবে বলে জানিয়ে স্থানীয় আবহাওয়া অফিস।
এক সপ্তাহ ধরে কুড়িগ্রামের তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নীচে।ফলে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। চলমান শৈত্য প্রবাহে সুর্যের দেখা না মেলায় ঘন-কুয়াশার সাথে উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। এ অবস্থায় গরম কাপড়ের অভাবে শীতকষ্টে ভূগছে ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ।
দিনাজপুরের গতকালের চেয়ে বৃদ্ধি পেয়েছে শীতের প্রকোপ। আরও কয়েকদিন এমন অবস্থা বিরাজ করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শীত থেকে রক্ষা পেতে সকাল থেকেই চায়ের দোকানগুলোতে ভিড় করছে শীতার্থ মানুষ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ।
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। চলতি মাসের মাঝামাঝি ও শেষ দিকে দুইটি মৃদু থেকে মাঝারী শৈতপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া কর্মকর্তা।
চুয়াডাঙ্গায় কুয়াশা কমে আসলেও ফুরফুরে বাতাসে শীতের মাত্রা আরো একধাপ বাড়িয়ে দিচ্ছে। তিন দিনের ব্যাবধানে ৪/৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেয়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯০ শতাংশ।