বিদ্যুতের পর শিল্পখাতে আরেক দফা বাড়লো গ্যাসের দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বিদ্যুতের পর শিল্পখাতে গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে সিএনজি ও আবাসিকে আগের দামই বহাল থাকবে।
শিল্পখাতে গ্যাসের দাম আরেক দফা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ভর্তুকি সমন্বয়ে গ্যাসের এ মূল্য নির্ধারণ করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এর আগে গত বছরের জুনে গ্যাসের মূল্য ২২.৭৮ শতাংশ বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সার উৎপাদনে ২৫৯ শতাংশ, শিল্পে ১১.৯৬ শতাংশ ওই সময় বাড়ানো হয়। বিশ্ববাজারের সঙ্গে দেশে তেল ও গ্যাসের দাম সমন্বয় করা হবে বলে এ মাসের শুরুতে জানিয়েছিলেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ।