দোহাজারী-কক্সবাজার ও ঢাকা-যশোর পর্যন্ত রেললাইন প্রকল্প কাজ শেষ হচ্ছে জুনে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ১৭২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার ও পদ্মা সেতু রেল লিংক রোড হয়ে এবং ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল লাইন প্রকল্পের কাজ চলতি বছরের জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা বলেন।
কালুরঘাট সেতুর নকশা অনুমোদন হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, এতে ডাবল লাইন সড়ক ও রেলপথ একসাথে নির্মাণের পরিকল্পনা হয়েছে। তিন বছরের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।
এছাড়া, পদ্মা সেতু ও দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ জুনে শেষ হওয়ার কথা।
অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান, রেলওয়ে ক্রীড়া উন্নয়ন বোর্ডের সভাপতি জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন।