কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী গরু’র মইদৌড় খেলা
- আপডেট সময় : ০৬:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী গরু’র মইদৌড় খেলা। গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া এ খেলা উপভোগ করেন দুর-দুরান্ত থেকে আসা শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের লক্ষাধিক মানুষ।
ধান কাটার পর, সমতল জমিতে আয়োজন করা হয় ভিন্নধর্মী এ প্রতিযোগিতা। এর মাধ্যমে গ্রাম-বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি তরুণ সমাজকে অপসংস্কৃতি থেকে বের করার প্রত্যয় জানান আয়োজকরা।
কুড়িগ্রামে হয়ে গেল গ্রাম বাংলার একসময়ের ঐতিহ্যবাহী খেলা গরু দিয়ে মইদৌড় প্রতিযোগীতা। দীর্ঘ ৩৫ বছর পর কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোনালী কুটি গ্রামে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগীতা হয়। সোমও মঙ্গলবার দুদিনব্যাপী এ খেলা দেখতে ঢল নামে হাজারো মানুষের। আকাশ সংস্কৃতির যুগে তরুণ প্রজন্মের কাছে উত্তেজনাকর এই খেলা নতুন অনুভূতির জন্ম দেয়।
প্রায় তিনযুগ পর ঐতিহ্যবাহী এ খেলা দেখে অতীতে হারিয়ে যান বয়স্করা। হারিয়ে যাওয়া এ খেলা প্রতিবছর আয়োজনের দাবি করেন অবিভূত দুর্শকরা।
এমন খেলায় হাজার হাজার দর্শককে গ্রামীণ ঐতিহ্যে ফিরিয়ে এনে আনন্দ দিতে পারায় খুশি আয়োজক ও খেলোয়াররা।
ঘোগাদহ ইউনিয়নের সোনালীর কুটি সমাজ কল্যাণ সংস্থা ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে আয়োজন করে এ প্রতিযোগিতার। মানুষের উৎসব দেখে আগামীতেও এ খেলা আয়োজনের কথা জানান ইউপি চেয়ারম্যান।
কুড়িগ্রাম, জামালপুর, শেরপুরসহ বৃহত্তর ময়মনসিংহ জেলার ১০টি দল অংশ নেয় খেলায়। প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী দলকে গরু এবং দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেয়া হয় একটি করে ছাগল। খেলা উপলক্ষে বসে বিভিন্ন খাবার দোকান।