প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত্তিপ্রস্তর করে গেছেন বঙ্গবন্ধু : মতিয়া চৌধুরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১৮৮৬ বার পড়া হয়েছে
সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত্তিপ্রস্তর করে গেছেন বঙ্গবন্ধু। টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।.
মতিয়া চৌধুরী আরো বলেন, পরিকল্পিতভাবে দেশের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন হুঁশিয়ারী দেন, গণমিছিলের নামে কোন ধরণের হয়রানি মেনে নেয়া হবে না।
আরো বলেন, ১৯৭১’এর সেই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বিএনপি-জামাত। সংবিধান নয়, বিএনপির কাছে বিদেশিদের প্রেসক্রিপশন জরুরি বলে মন্তব্য করেন তিনি।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, উন্নয়নের গতি বন্ধ করতে বিএনপি যতই ষড়যন্ত্র করুক তা প্রতিহত করবে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে।