মাঘের শুরুতেও শীতে কাঁপছে দেশের বিস্তীর্ণ জনপদ
- আপডেট সময় : ১২:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
পৌষের হিমে হাড়কাঁপুনির পর মাঘের শুরুতেও শীতে কাঁপছে দেশের বিস্তীর্ণ জনপদ। অনেক এলাকায় চলমান শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকার আভাস মিলেছে। হিমেল বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। প্রতিদিন নামছে তাপমাত্রার পারদ। শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। আবহাওয়ার পূর্বাভাস বলছে শৈত্যপ্রবাহ বাড়বে।
চুয়াডাঙ্গায় চলেছে মাঝারি শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা মেলায় আজ কিছুটা স্বস্তিতে মানুষ। আবহাওয়া অফিস জানায়, জেলায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
শীতের হটস্পট খ্যাত পঞ্চগড়ে টানা তিন দিন ধরে বইছে মাঝারী শৈতপ্রবাহ। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৬-৭ ডিগ্রীতে ওঠানামা করছে। সকাল ৯টায় পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
রংপুরের তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। গুড়ি গুড়ি বৃষ্টির মত সারারাত কুয়াশা পড়েছে। সেই সংগে হিমেল বাতাসে কাহিল সাধারণ মানুষ। বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।
গোপালগঞ্জে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে তীব্র শীত। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় দূর্ঘটনা এড়াতে সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহে দিনাজপুরে কমেনি শীতের তীব্রতা। আবহাওয়া কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ। সাথে বয়ে চলছে ঠান্ডা হাওয়া।
মাদারীপুরে মাঘের শুরুতেই তীব্র শীত আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহে তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢেকে থাকে রাস্তাঘাট, ফসলি জমিসহ চারপাশ।