‘প্রেমকাব্য’ চলচ্চিত্রে সাইমন-মৌ খান

- আপডেট সময় : ০৯:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ১৯৭৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মৌ খান। তাঁরা প্রথমবারের মতো জুটি বেঁধে ‘প্রেমকাব্য’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন রাজু আহমেদ। সম্প্রতি নতুন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন সাইমন-মৌ।
নির্মাতা জানান, ‘আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নেত্রকোনায় সিনেমাটির প্রথম ধাপের দৃশ্য ধারণ শুরু হবে। এরপর বিরতি নিয়ে এপ্রিলে দ্বিতীয় ধাপের কিছু দৃশ্য ও তিনটি গানের শুটিং লন্ডনসহ ইউরোপের চারটি দেশে হবে।’
এ প্রসঙ্গে মৌ খান বলেন, ‘চরিত্রটি খুবই সুন্দর। এখানে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। চরিত্রে চমক আছে। একটি বাংলাদেশের আরেকটি লন্ডনের। এর আগে কখনো দ্বৈত চরিত্রে অভিনয় করিনি। এবারই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করছি। চ্যালেঞ্জিং দুটি চরিত্রে আমাকে দেখা যাবে। গল্প ও চরিত্রে অনেক ভিন্নতা আছে। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’
জানা গেছে, গানের শুটিং শেষ, দেশে ফিরে বাকি অংশের কাজ শেষ হবে। একটানা কাজ শেষ করে চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে ব্লু জিনজার মাল্টিমিডিয়া।