মুম্বাইয়ে ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে ডানপন্থী সংগঠনের মিছিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
ভারতের মুম্বাই শহরে ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে মিছিল করেছেন দেশটির ডানপন্থী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেয়। তারা ধর্মান্তরবিরোধী আইন প্রণয়ন ও ধর্মের নামে জমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন। ডানপন্থী সংগঠন আরএসএস বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের হাজারো নেতা-কর্মী মিছিলে অংশ নেয়। হিন্দু জন আক্রোশ মোর্চা নামে মিছিলটি মুম্বাইয়ের মধ্যাঞ্চলের শিবাজি পার্ক থেকে শুরু হয়ে চার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে প্যারেল ময়দানে গিয়ে শেষ হয়। এতে বিজেপির অনেক নেতা ও বিধায়ক অংশ নেন। ‘লাভ জিহাদ’বিরোধী স্লোগান দেয় মিছিলকারীরা। এ উপলক্ষে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।