আবার চালু হচ্ছে ফেনীর ছাগলনাইয়া বর্ডার হাট
- আপডেট সময় : ০৫:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৭৭ বার পড়া হয়েছে
তিন বছর পর চালু হতে যাচ্ছে ফেনীর ছাগলনাইয়া বর্ডার হাট। বাংলাদেশ-ভারত স্থানীয় প্রশাসন হাটটি চালুর বিষয়ে এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছে।চলতি মাসের শেষের দিকে বাজারটি চালুর কথা রয়েছে। ব্যবসায়ীরা বলেছেন, বাজার বন্ধ রাখায় মানববেতর জীবন পার করছেন তারা।
২০১৫ সালে ১৩ জানুয়ারী যাত্রা শুরু করে ছাগলনাইয়া উপজেলার সীমান্ত হাটটি।কিন্তু মহামারি করোনার কারণে ২০ সালের মার্চে হাটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় দু’দেশের ব্যবস্থাপনা কমিটি।
এই হাটটি ব্যবসার জন্য যেমন চাঙা ছিল,তেমনি পণ্য বেচাকেনার পাশাপাশি দুই বাংলার মিলনমেলা বসত। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার দরিদ্র মানুষের জীবন-জীবিকার মাধ্যমও এই বর্ডারহাট ।
দীর্ঘদিন বন্ধ থাকায় এরইমধ্যে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে হাট বসার জায়গা। তবে পুনরায় হাটটি চালুর খবরে খুশি ব্যবসায়ী ও ক্রেতারা।
বার্ডারহাটের জায়গাটিকে স্থলবন্দর রুপান্তর করার পরিকল্পনার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। হাটটি খুলে দেয়ার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণের কথা জানান জেলা প্রশাসন। প্রতি সাপ্তাহের মঙ্গলবার বসবে বাজারটি। এটি সচল হলে দেশের অর্থনৈতিক চাকায় যোগ হবে নতুন মাত্রা।