হজযাত্রী নিবন্ধন শুরু হবে ৮ ফেব্রুয়ারি
- আপডেট সময় : ০৪:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হবে ৮ ফেব্রুয়ারি। শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। ইতোমধ্যে হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক ৪২ হাজার ২৯৩ পর্যন্ত এবং বেসরকারি ব্যবস্থাপনায় সর্বশেষ ক্রমিক ৭ লাখ ৮ হাজার ৩৬৪ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম করা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারিভাবে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।