তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প : আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোর জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনায় দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। স্থানীয় সময় সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ৪১ সেকেন্ডের এ ভূমিকম্পে এরই মধ্যে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে শুধু তুরস্কে মারা গেছেন ১২ হাজার ৩৯১ আর সিরিয়ায় নিহত হয়েছেন ২ হাজার ৯৯২ জন।