ঈশ্বরদী-রূপপুর রেললাইনের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
ঈশ্বরদী-রূপপুর রেললাইনের উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথে ট্রেন চলবে পাবনার রূপপুর, কুমিল্লার শশীদল এবং গাজীপুরের জয়দেবপুর ষ্টেশন থেকে। ডুয়েলগেজ ডাবল লাইন রয়েছে ৩টি প্রকল্পের আওতায়।
এ প্রকল্পে ঈশ্বরদী বাইপাস টেক অফ পয়েন্ট থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত ২৬.৫২ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে ৩৩৬ কোটি টাকা। স্টেশন চালু হওয়ার পর সরাসরি দেশ-বিদেশ থেকে পণ্যবাহী ট্রেনের মালামাল পরিবহণ সহজ হবে।
পাশাপাশি অল্প সময় ও কম খরচে ঈশ্বরদী ইপিজেড থেকে রপ্তানি পণ্য সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো যাবে। সার্বিক পরিবহন খাতে এই নতুন রেলপথকে অসামান্য অগ্রগতি বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।
২০১৮ এর ১ এপ্রিল এ প্রকল্পের কাজ শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।