আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
দেশের প্রতিটি অঞ্চলে অনাবাদী জমি চাষাবাদে স্থানীয়দের সহায়তায় আনসার বাহিনীর সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান। বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবিলায় আনসার বাহিনীর সাহসীকতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ আনসার বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।
প্রতিষ্ঠার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগে কিংবা রাষ্ট্রীয় প্রয়োজনে দেশের আর্থ সামাজিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
গাজীপুরের সফিপুরে বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁকে দেয়া হয় গার্ড অব অনার।
পরে বিশেষায়িত জীপে প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শুরু হয় আনসার সদস্যে মনোজ্ঞ ডিসপ্লে। মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন সরকার প্রধান।
সেবা ও সাহসিকতায় স্বীকৃতি প্রাপ্তদের ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা। একই সঙ্গে আনসার বাহিনীর উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
খাদ্য সংকট মোকাবিলায় অনবাদী জমিতে চাষাবাদে আনসার বাহিনীকে সহায়তার আহ্বান জানান সরকার প্রধান।
সন্ত্রাস জঙ্গীবাদ এবং বিএনপির অগ্নিসন্ত্রাস মোকাবিলায় আনসার বাহিনীর সাহসী ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাবে না, এগিয়ে যাচ্ছে এবং যাবে এই প্রত্যয় ব্যক্ত করে দেশের অগ্রযাত্রায় সবাইকে সামিল হবার আহ্বান জানান শেখ হাসিনা।