হামলা, নির্যাতন বাড়লে বেগবান হবে আন্দোলন : ড খন্দকার মোশাররফ
- আপডেট সময় : ০১:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭১০ বার পড়া হয়েছে
জনবিচ্ছিন্ন সরকারকে রাজপথে মোকাবিলা করছে জনগণ দাবি বিএনপির। হামলা, নির্যাতন ও নিপীড়ন যত বাড়বে তত সরকার বিরোধী আন্দোলন বেগবান হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন।
ইউনিয়নে গণপদযাত্রার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারী দেন বিএনপির এই নেতা। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশে অরাজকতা তৈরি করতেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে প্রতিনিয়ত পাল্টা কর্মসূচি দিচ্ছে। উপস্থিত ড আব্দুল মঈন খান বলেন, দেশের আঠারো কোটি মানুষকে সরকার জোর করে একবাক্য বলাতে পারবে না। তাই রাজপথে গণ-অভ্যুত্থানের মাধ্যম সরকার পতনের আন্দোলন সফল হবে। ড. খন্দকার মোশাররফ আরো জানান, ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি সফল হয়েছে। বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। এসময় তিনি অভিযোগ করেন, সরকার ভীত বলেই সরকার বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ও গ্রেফতার করে।