রোজার আগেই সক্রিয় বগুড়ার বাজার সিন্ডিকেট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
রোজার আগেই সক্রিয় হয়ে উঠেছে বগুড়ার বাজার সিন্ডিকেট। নানা কৌশলে বাড়াচ্ছে নিত্য পণ্যের দাম। এরই মধ্যে ছোলার দাম প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বাড়তি দাম মেটাতে হিমসিম ক্রেতারা।
রমজানের এখনো বাকি প্রায় দেড় মাস। এরই মধ্যে বেড়েছে ছোলার দাম। ক’দিন আগে যে ছোলা বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি সেটা এখন ৯০ থেকে ১০০ টাকা কেজি।
দেশের চাহিদা মেটাতে প্রতিবছর অস্ট্রেলিয়া, ইথিওপিয়া, তাঞ্জিনিয়া থেকে ছোলা বুট আমদানী করা হয়। কিন্ত এবারই প্রথম ভারত থেকে ছোলা আমদানী করা হচ্ছে।
ব্যবসাযীরা বলছেন, পরিবহন আর আমদানী খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে দাম। তবে ক্ষুব্ধ ক্রেতারা।
দাম নিয়ন্ত্রনে বাজার মনিটরিং করা হচ্ছে, জানালেন জেলা মার্কেটিং অফিসার।
নিত্য পণ্যের বাজার সহনীয় রাখতে কার্যকরী উদ্যোগের দাবি সব মানুষের।