জামালপুরে দীর্ঘ আট বছর পর উদ্বোধন প্রথম বিভাগ ক্রিকেট লীগের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮০৫ বার পড়া হয়েছে
জামালপুরে দীর্ঘ আট বছর পর প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করা হয়েছে।
দুপুরে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমানসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা যুবদের মাদক-সন্ত্রাস থেকে দুরে রাখে। সরকার খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে যেসব সুযোগ সৃষ্টি করছে সেসব সুযোগ কাজে লাগাতে হবে। পরে ১২টি ক্রিকেট ক্লাবকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেরিলিবন ক্রিকেট ক্লাব বনাম মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।