বৈশ্বিক মন্দার মধ্যে দেশীয় শিল্প রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
জ্বালানীর মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির কঠিন পরিস্থিতি থেকে দেশীয় শিল্পকে রক্ষায় করণীয় সবকিছু করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, গার্মেন্টের মত পাট শিল্প সরকারি প্রনোদনা পায় না, প্রয়োজন সংশ্লিষ্টদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার কথা জানান।
দেশীয় বস্ত্র ব্যবহার করি সোনার বাংলা গড়ে তুলি প্রতিপাদ্যে শুরু হয় জাতীয় বস্ত্র দিবসে এবারের অনুষ্ঠান। যেখানে তুলে ধরা হয় বস্ত্র ও পাট খাতের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং দেশের বিভিন্ন জেলায় স্থাপিত ৬টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর দিবসটি উদযাপনের মূল আয়োজন ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সংশ্লিষ্টদের হাতে সম্মাননা তুলে দেন বস্ত্র ও পাট মন্ত্রী।
বক্তব্যে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, সবুজ শিল্পের মানদণ্ডে বাংলাদেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করা হয়েছে।
তাঁত ও মসলিনের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, পাট শিল্পে প্রণোদনা দেয়ার চিন্তাভাবনা চলছে।
করোনার সময়ে গার্মেন্ট প্রতিষ্ঠানকে দেয়া আর্থিক সহায়তার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। চলমান মূল্যস্ফীতি থেকে দেশীয় শিল্পকে রক্ষায় করণীয় সব পদক্ষেপ নেয়ার আশ্বাসও দেন শেখ হাসিনা।
চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নবনির্মিত ৬টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।