মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
মোহাম্মদ সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
২৪ তারিখে শপথ নেয়ার পর দায়িত্বগ্রহণ করবেন তিনি। দুদকের সাবেক এই কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়নপত্র বাছাই শেষে, তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। যদিও মেয়াদ শেষ না হওয়ায়, ২৩ এপ্রিল পর্যন্ত দায়িত্বে থাকছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার নির্বাচন কমিশনের মোহাম্মদ সাহাবুউদ্দিন মনোনয়ন জমা দেন। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।