বাংলাদেশের অপ্রতিরোধ্য গতি কেউ থামাতে পারবে নাঃ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের অপ্রতিরোধ্য গতি আর কেউ থামাতে পারবে না বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন দেশের উপর আর কারো যেন থাবা না পড়ে সে বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাসের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। ১৫ ফেব্রুয়ারি গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার দিবস হিসেবে স্মরণ করবে জাতি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।
মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার গৃহ নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে তৈরী হয়েছে ৫ হাজার ঘর। বীর নিবাসের লাল সবুজের রং স্মরণ করিয়ে দেয় একসাগর রক্তের বিনিময় স্বাধীন হয় বাংলাদেশ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
এসময় অনলাইনে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও নড়াইলে থাকা একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর সম্মতিতে বীর নিবাসের প্রতিকি চাবি তুলে দেন জেলা প্রশাসকরা।
বক্তব্যের শুরুতে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনবাজি রেখে দেশকে স্বাধীন করেছেন তাদের সম্মান জানানো সরকারে দায়িত্ব।
এসময় জাতির শ্রষ্ঠ সন্তানদের জীবনমান উন্নয়নে সরকার নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান।
ভোটার বিহীন নির্বাচন এবং গণগ্রেফতারের স্মৃতি স্মরণে ১৫ ফেব্রুয়ারি গুরুত্ব তুলে ধরেন শেখ হাসিনা।
নতুন করে কেউ যেন দেশের উপর হস্তক্ষেপ করতে না পারে। সেজন্য দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা।
পরে বীর নিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরের চাবি পেয়ে বঙ্গবন্ধু কন্যার কাছে নিজেদের আবেগ অনুভূতি তুলে ধরে একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা।