ভূমিকম্প কবলিত তুরস্কে গায়েবি জানাজা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
তুরস্কের ভূমিকম্প কবলিত বেশ কয়েকটি এলাকায় হয়েছে গায়েবি জানাজা। শুক্রবার জুমার নামাজের পর গায়েবি জানাজায় অংশ নেন দেশটির হাজারও মানুষ।
নিহতদের আত্মার শান্তি কামনায় হেতে, আদিয়ামান, দিয়ারবাকির, আদানাসহ আরও কয়েকটি শহরে হয় এ বিশেষ প্রার্থনা। ভূমিকম্পে বহু মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ায় মসজিদের সামনের প্রাঙ্গনেই হয় জানাজার নামাজ।কাহরা-মানমারাস শহরে ঝুঁকিপূর্ণ একটি মসজিদ ভবনের সামনে জানাজায় অংশ নেন প্রায় হাজার খানেক মানুষ। পূর্ণ ধর্মীয় রীতি মেনে সম্ভব হয়নি উদ্ধারকৃত হাজার হাজার মরদেহের দাফন। বেশিরভাগেরই ঠাঁই হয়েছে গণকবরে। তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে এখনও নিখোঁজ বহু মানুষ। এদিকে, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে ফিফা