মাতারবাড়ির ৬শ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে চলতি ডিসেম্বরে
- আপডেট সময় : ০৫:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মাতারবাড়ি কয়লা বিদ্যুত কেন্দ্রের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে দৈনিক অন্তত ৬শো মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রীডে। কর্তৃপক্ষ বলছেন, পরিবেশের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে। আর গবেষকরা বলছেন, কয়লা বিদ্যুতের মতো বিতর্কিত একটি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘমেয়াদী মনিটরিং ব্যবস্থার নিশ্চয়তা দিতে হবে সরকারকে।
বিশাল চুল্লির এই অবয়ব জানান দিচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় প্রস্তুত মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এরই মধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। পরীক্ষামুলকভাবে চালু হয়েছে একটি সাব স্টেশন। সবকিছু ঠিক থাকলে, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত একটি ইউনিট চালু করা হবে। যেখান থেকে দৈনিক ৬ শো মেগাওয়াট বিদ্যুতের যোগান আসবে জাতীয় গ্রীডে।
গবেষকরা বলছেন, পরিবেশের কারণে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন একটি বিতর্কিত প্রক্রিয়া। তাই উন্নতমানের কয়লা ব্যবহারের নিশ্চয়তাসহ উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রশ্নে আপোষ করলে বিধ্বংস হবে পরিবেশ।
বিশ্বের সর্বোচ্চ উন্নত প্রযুক্তি ব্যবহার করেই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে পরিবেশ গবেষকরা বলছেন, অতীতের অনেক প্রকল্পে কথা রাখেনি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। তাই এই প্রকল্পে সরকারকে মনিটরিং জোরদার করতে হবে।
মাতারবাড়ি কয়লা বিদ্যুত কেন্দ্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো ১৪ কিলোমিটার লম্বা কৃত্তিম চ্যানেলে জাহাজ ভেড়ানো। তা সফল হয়েছে গেলো বছর। ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ১১৭টি জাহাজ সফলভাবে নোঙোর করেছে।