আইন অনুযায়ী আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১৯ বার পড়া হয়েছে
বর্তমান আইন অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী বিচারকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তবে, খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই বলে জানান আনিসুল হক।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত, ১৪’শ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রাপ্ত সহকারী জজদের জন্য ১০ম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী।
এসময়, আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার আপসহীন ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের শান্তি রক্ষায় বিচার বিভাগের স্বাধীনতা খুবই জরুরি।
অনুষ্ঠান শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার রাজনীতিতে অংশ নেয়া নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাঁধা নেই।
খালেদা জিয়া মুচলেকা দিয়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের মন্ত্রী বলেন, অসুস্থতার কারনে তাকে মুক্তি দেয়া হয়েছিলো,সেখানে রাজনীতির না করার বিষয়টি ছিলো না।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কখনও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না।