বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ
- আপডেট সময় : ০১:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করে দেয়ার বিষয়টি উদ্বেগের এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
গণমাধ্যমের কণ্ঠরোধের এ ধারা অব্যাহত থাকলে জাতিসংঘ তাদের উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে। সম্প্রতি দৈনিক দিনকাল বন্ধের প্রতিক্রিয়ায় এ তথ্য জানানো হয়।
ক্ষমতাসীন দল প্রধান বিরোধী দল বিএনপি কর্তৃক প্রকাশিত পত্রিকা-দৈনিক দিনকাল বন্ধ করে দেয়া প্রসঙ্গে নিয়মিত ব্রিফ্রিংয়ে এভাবেই জাতিসংঘের অবস্থান তুলে ধরেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক জানতে চাইলে জবাবে ডোজারিক বলেন, “বাংলাদেশে বেশ কিছু গণমাধ্যমের স্বাধীনতা যেভাবে সংকুচিত করে দেয়া হয়েছে তা উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।
ইতিমধ্যে এ নিয়ে উদ্বেগ স্পস্টভাবে জানানো হয়েছে। ভবিষ্যতেও এ ইস্যুতে জাতিসংঘের অবস্থানের কোনো রদবদল হবে না বলেও উল্লেখ করেন মহাসচিবের মুখপাত্র ডোজারিক।