বর্তমান সরকারের অধীনে সারাদেশ কারাগারে পরিণত হয়েছে : মির্জা আব্বাস
- আপডেট সময় : ০৮:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের অধীনে সারাদেশ কারাগারে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন বিএনপি চেয়ারপার্সন ও তারেক রহমান সম্পর্কে মন্তব্যের আগে আওয়ামী লীগ নেতাদের উচিত নিজ চেহারা আয়নায় দেখা। আর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান জানান, দেশের আদালত এখন সরকারের নির্দেশে চলে বলে অভিযোগ করেন তিনি। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তারা।
জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজক গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন।
এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, দেশে বাক স্বাধীনতা নেই। সরকার সবার অধিকার কেড়ে নিয়েছে। রাজপথের আন্দোলনেই সরকার বিদায় জানানো হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংবিধান কাঁটাছেড়া করেছে আওয়ামীলীগ। এখন বলছে তত্ত্বাবধায়ক সরকার বিধানে নেই।
বিএনপি নেতা কর্মীরা গ্রেফতার, গুম-খুনে ভয় পায় না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপি এমন কর্মসূচি দিচ্ছে, যা দমাতে সরকার পাল্টা কর্মসূচি দিচ্ছে।