কাল গোপালগঞ্জের কোটালিপাড়ায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
শনিবার একদিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়া ৪৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সাড়ে ৪ বছর পর শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে উপজেলা জুড়ে। সমাবেশ শেষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও দোয়া-মোনাজাত করবেন। পরে নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন তিনি।
জনসভা সম্পন্ন করতে আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সমাবেশে ২০ লাখ লোকের সমাগম হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।
প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করে কাজের আগ্রগতির খোঁজ নেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। এ সফরে ৪৮ প্রকল্পের উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তাসহ সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন, জেলা প্রশাসক।
এ সফরের মাধ্যমে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আবারো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা–এমনটাই প্রত্যাশা গোপালগঞ্জবাসির।