বিদেশী শিক্ষার্থী চেয়ে ঢাকার দূতাবাসগুলোতে চিঠি রাবি কর্তৃপক্ষের
- আপডেট সময় : ০২:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১৯ বার পড়া হয়েছে
বিদেশী শিক্ষার্থী চেয়ে ঢাকার দূতাবাসগুলোতে চিঠি পাঠিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থী টানতে সোমালিয়া, ভারত, পাকিস্তান ও নেপাল ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে টার্গেট করা হচ্ছে। বিদেশী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পড়াশোনা পদ্ধতির পরিবর্তন ও বাসস্থানের মান উন্নয়নে মনোযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
গেলো কয়েক বছরে ৩৮ জন বিদেশী ভর্তি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এদের মধ্যে নানা কারণে কয়েকজন কোর্স শেষ না করেই ফিরে গেছে দেশে। আর চলতি শিক্ষাবর্ষে এই ক্যাম্পাসে কোনো বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়নি। তবে বিদেশী শিক্ষার্থী চেয়ে বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে কী ধরনের সুযোগ-সুবিধা পেলে বিদেশী শিক্ষার্থীরা আকৃষ্ট হবে-তাও জানাতে অনুরোধ করা হয়েছে।
তবে শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বিদেশী শিক্ষার্থী টানা সহজ হবে।
উপ-উপাচার্য জানান, এরইমধ্যে পঠন-পাঠনে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সব বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ চলছে।
আসছে শিক্ষাবর্ষে উল্লেখ্যযোগ্য সংখ্যক বিদেশী শিক্ষার্থী ভর্তি হবে বলে আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।