পঁচিশ বছর পর কাল কিশোরগঞ্জের মিঠামইনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৮১ বার পড়া হয়েছে
২৫ বছর পর কাল কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস।
বিকেলে যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। প্রধানমন্ত্রীর একদিনের সফর ঘিরে উচ্ছ্বসিত হাওরবাসী। এরইমধ্যে নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
দ্বিতীয়বারের মতো কিশোরগঞ্জের মিঠামইনে আসবেন প্রধানমন্ত্রী। তাকে বরণ করতে প্রস্তুত হাওরবাসী। মিঠামইনের হেলিপ্যাড মাঠে তৈরি হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে রাস্তাঘাট।
মঙ্গলবার নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন ও পতাকা উত্তোলন করবেন বঙ্গবন্ধু কন্যা। বিকেল তিনটায় যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়।
এক সময়ের অবহেলিত হাওরাঞ্চল বর্তমান সরকারের ১৪ বছরে বিপুল উন্নয়নের ছোঁয়ায় এখন যোগাযোগ ব্যবস্থার উচ্চ শিখরে। হাওরের মানুষ তাই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে।
সেনানিবাস উদ্বোধনের পর মিঠামইনে কামালপুর গ্রামে রাস্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুরের খাবারের পর বিকেলে যোগ দেবেন জনসভায়।
পাঁচ দিনের সফরে রাষ্ট্রপতি তার মিঠামইনের নিজ বাড়িতে অবস্থান করছেন। হাওরের দেশি মাছ ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির দিয়ে প্রধানমন্ত্রীর মেহমানদারির কথা জানালেন রাষ্ট্রপতির বড় ছেলে সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তাসহ সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এর আগে ১৯৯৮ সালের ৩ অক্টোবর মিঠামইনে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।