প্রবাসীর স্বর্ণ ও মোবাইল ফোন আত্মসাৎকারী প্রতারক গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৯৯ বার পড়া হয়েছে
প্রবাসীর স্বর্ণ ও মোবাইল ফোন আত্মসাৎকারী গাজীপুরের শ্রীপুরের শাওন আহম্মেদ নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বোনের বিয়ে উপলক্ষে ২৮ ভরি স্বর্ণ ও দুটি মোবাইল বাড়ি পৌঁছে দিতে তার কাছে দিয়েছিলো মাদারীপুরের প্রবাসী আরিফ।
এসব মালামাল হাতিয়ে নেয় প্রতারক শাওন। এছাড়াও ট্রাভেল এজেন্সির নামেও স্থানীয়দের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। আর গোয়েন্দারা বলছেন, প্রবাসীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আনসার থেকে বরখাস্ত গাজীপুরের শ্রীপুরের শাওন আহম্মেদ ভাগ্যের চাকা ঘোরাতে পাড়ি জমান দুবাই। চাকরি না পেয়ে দেশের ফেরার সিদ্ধান্ত নেয় সে।
দুবাই প্রবাসী মাদারীপুরের আরিফ ও তৈয়ব তাদের ভাই এবং বোনের বিয়ে উপলক্ষে ২৮ ভরি স্বর্ণ, তিনটি মোবাইল ও একটি লেপটপ বাড়ী পাঠাতে শাওনের কাছে দেয়। ফেরার দিন মালামাল বুঝে নিতে আরিফের বাবা বিমান বন্দরে গেলেও তার দেখা পায় না।
শাওন দেশে ফিরে বিমানবন্দর থেকে কৌশলে পালিয়ে গিয়ে আত্মগোপন করে বগুড়া শ্বশুরবাড়ীতে। আত্মসাৎকরা স্বর্ণ ও মোবাইল বিক্রির টাকায় নির্মাণ করেন এক তলা বাড়ি। ট্রাভেল এজেন্সির নামে স্থানীয়দের কাছে থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে শাওনের বিরুদ্ধে।
আরিফের পরিবার শাওনসহ মোট ৪ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার পর ডিবির কাছে গ্রেফতার হয় সে । উদ্ধার করা হয় ৯ লাখ টাকা ও দুটি মোবাইলও।
ডিবি লালবাগ বিভাগের উপ-কমিশনার জানান, অন্যায় ও অনিয়ম করায় আনসার বাহিনী থেকে চাকরিচ্যুত হয় প্রতারক শাওন।
প্রবাসীরা কোনোভাবে প্রতারনার স্বীকার হলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেয়ারও হুশিয়ারী দেন তিনি।