চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে খুলনায় ২৪ ঘণ্টার কর্মবিরতি
- আপডেট সময় : ০৬:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১৭১৩ বার পড়া হয়েছে
চিকিৎসকের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের প্রতিবাদে খুলনার হাসপাতালে চলছে ২৪ ঘণ্টার কর্মবিরতি। হামলার ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি ডাক্তারদের। এদিকে ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন রোগীরা।
হামলার প্রতিবাদে ডাকা ২৪ ঘন্টার কর্মবিরতিতে আছেন খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতাল-ক্লিনিকের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা শাখা এই কর্মসূচি ঘোষণা করে।
হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশে হামলায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান চিকিৎসকরা।
জরুরী বিভাগ চালু থাকলেও চিকিৎসকদের কর্মবিরতি দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে রোগীদের। চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন অনেক রোগী।
হামলার শিকার ডা. নিশাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাদী হয়ে মঙ্গলবার সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন তিনি।
এদিকে, রোগীর স্বজনের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ডাক্তার ও হক নার্সিং হোমের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তবে কোন মামলায় কাউকেই গ্রেপ্তার করা হয়নি।