মাছ-মুরগী থেকে সবজির দরদামে লাগামহীন উর্ধ্বমুখী প্রবণতা, অস্বস্তিতে ক্রেতারা
- আপডেট সময় : ০২:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
বাজারের উর্ধ্বমুখির প্রবণতার লাগাম টেনে ধরার যেন কেউ নেই। মাছ মুরগী থেকে শুরু করে সব্জি সব কিছুর দর নাগালের বাইরে। সস্তা মাছও এখন দামি হয়ে উঠছে। বাজারে চাল, ডাল ও সয়াবিনের মতো নিত্যপণ্যের দাম অনেক দিন ধরে চড়ে আছে। নতুন করে বেড়েছে মাছ ও কিছু সবজির দাম। ক্রেতাদের অভিযোগ, মূল্যস্ফীতির চাপে ভোগান্তি এখন অসহ্য পর্যায়ে পৌঁছেছে। দরদাম বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ী ও কিছু অতি উৎসাহী ভোক্তাদের উপর দোষ চাপাচ্ছেন বিক্রেতারা।
দিন যত যাচ্ছে ততই যেন অস্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা। যুদ্ধ ও ডলার সংকটে মূল্যস্ফীতির হার নাভিশ্বাস তুলে দিচ্ছে আপামর জনতা।
অর্থনৈতিক অস্থিরতার প্রভাব রাজধানীর বাজারগুলোতে চোখে পড়ার মতো। মুরগীর বাজারে আগুন। ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। এছাড়া, সোনালি মুরগির কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকায় আর লেয়ার মুরগির বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকা।
শুধু মাছ মাংসের বাজার না, একই অবস্থা ভোজ্য পণ্যেতে। বিক্রেতারা বলছেন, অসাধু ব্যবসায়ী ও অতি আগ্রহী ক্রেতারা বাজারের অস্থিরতা ছড়াচ্ছে বলে অভিযোগ সবার
রমজানে প্রধান পণ্যে ছোলা ১০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। আমদানি করতে না পারলে দাম আরো বাড়বে জানালেন ব্যবসায়ীরা।
মিলার মালিকদের কারসাজিতে অস্থির মোটা চালের বাজার। সপ্তাহের ব্যবধানে অন্তত ৫ টাকা করে বেড়েছে প্রতিকেজি মোটা চালের দাম।
বেড়েই আছে কাঁচা মরিচের ঝাল। উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে সবধরনের সবজি। রমজানকে সামনে রেখে বিভিন্ন নিত্যপন্যের দাম বৃদ্ধি শুরু হয়েছে। এমন পরিস্থিতির নাগাল টেনে ধরতে সরকারকে বাজার মনিটরিং আরো বেশি জোরদারের আহ্বান ক্রেতা সাধারণের।