এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইংল্যান্ড
- আপডেট সময় : ০৮:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১৩২ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংলিশরা। মিরপুরে টস হেরে আগে ব্যাট করে ৩২৬ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৯৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারানোর স্বপ্ন স্বপ্নই থেকেই গেল বাংলাদেশের। প্রথম ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দিতা দেখালেও, এক তরফা ভাবেই দ্বিতীয় ম্যাচ জিতে নিল ইংলিশরা।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডের। ওপেনার ফিল সল্ট ফিরে যায় ৭ রানে। ইনিংস বড় করতে পারেনি আগের দিনের ম্যাচসেরা ডেভিড মালানও। ফেরেন ১১ রানে।
তবে একপাশ আগলে রাখনে ওপেনার জ্যাসন রয়। চতুর্থ উইকেটে জস বাটলারকে সঙ্গে নিয়ে গড়েন ১১২ রানের জুটি।
৭৬ রানে বাটলার ফিরে গেলে ভাঙ্গে দুজনের জুটি। তবে শতক তুলে নেন জ্যাসন রয়। সাকিবের বলে এলবিডাব্লিও হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ১৩২ রান।
এরপর শেষ দিকে মঈন আলী ও স্যাম কুরানের ঝড়ো ব্যাটিংয়ে ৩২৬ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ৩৫ বলে ৪২ রান করেন মঈন। আর ১৯ বলে ৩৩ রান আসে কুরানের ব্যাট থেকে।
জবাবে ব্যাট করতে নেমে শুরতেই হোচট খায় বাংলাদেশ। স্কোরবোর্ডে ১ রান যোগ হোতেই দুই উইকেট হারায় দল।লিটন দাস ও নাজমুল শান্ত দুজনই ফেরেন শুন্য রানে।
ইনিংস বড় করতে পারেনি মুশফিকির রহিম ও। ফেরেন মাত্র ৪ রানে। ৯ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ দলের হাল ধরেন বিতর্কিত সম্পর্কের সাকিব-তামিম জুটি।
তবে ৩৫ রানে তামিম ফিরে গেলে ভাঙ্গে দুজনের ৭৯ রানের জুটি। এরপর ফিফটি করে ফেরেন সাকিব ও। ভাল শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেনি আফিফ হোসেনও। ফেরেন ২৩ রানে।
এরপর মাহমুদুউল্লাহ ফিরে গেলে বাংলাদেশের হার হয়ে দাঁড়ায় সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত ১৯৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।