বগুড়ার শহীদ চান্দু আন্তর্জাতিক স্টেডিয়াম ছেড়ে দিল ক্রিকেট বোর্ড
- আপডেট সময় : ০৭:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
এক সময়ের ক্রিকেটের আন্তর্জাতিক ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ছেড়ে দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভেনুর সকল মালামাল ঢাকায় নেয়া হয়েছে। ১৭ জন কর্মকর্তা কর্মচারীকেও প্রত্যাহার করা হয়েছে। এর প্রতিবাদের ঝড় উঠেছে বগুড়ায়। আন্দোলনে নেমেছে বিভিন্ন পেশার মানুষ। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন।
২০০৬ সালের ৩০ জানুয়ারি আইসিসি বগুড়ার স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু ঘোষণা করে। ফেব্রুয়ারিতে টাইগাররা এ মাঠেই প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারায়। ইংল্যান্ডের এ দলও খেলেছে এই মাঠে। এরপর থেকেই বিভিন্ন খেলা চলছে। খেলা পরিচালনায় জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগ এনে বৃহস্পতিবার এক চিঠিতে ভেন্যু বাতিল করে বিসিবি।
এঘটনায় ক্ষুব্ধ বগুড়ার ক্রিকেটপ্রেমীরা। তীব্র প্রতিবাদ আর আন্দোলনে নেমেছে সবাই।
বিসিবির অভিযোগ অস্বীকার করেঝেন জেলা ক্রীড়া সংস্থা।
সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন বগুড়ার জেলা প্রশাসক।
দেশের উত্তরাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক ভেনু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আবারো জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে, এমনটাই প্রত্যাশা সবার।