অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা শিবিরে দুই হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে
- আপডেট সময় : ১০:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পের আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা শিবিরে দুই হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। এর মধ্যে বেশকিছু দোকানপাটও রয়েছে।
বিকেলে দিকে ১০, ১১ ও ১২ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা এমদাদুল হক জানান, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার পর সেই আগুন নেভানোর চেষ্টা চলছে। ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আমির জাফর জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা অনেক। এতে বেশকিছু বসতি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।