বাংলাদেশে বিনিয়োগে কাতারের ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের ব্যবসা বান্ধব নীতির সুবিধা নিয়ে কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার, পোটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। জ্বালানি খাতে সহযোগিতা চেয়ে আগামীতেও কাতার বাংলাদেশের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাণিজ্য সম্প্রসারণে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ীদের মনোযোগী হবারও পরামর্শ দেন শেখ হাসিনা।
দোহায় দ্যা সেন্ট রিজেস হোটেলের গ্র্যাণ্ড বলরুমে দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার, পোটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টম্যান্ট শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতার মাসে বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনাবাংলা বিনির্মাণে সরকারের দৃঢ়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পারস্পরিক সুবিধা গ্রহণের মাধ্যমে দ্বিপাক্ষিক বানিজ্য সম্প্রসারণে কাতারের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
অতীতের মত আগামীতেও কাতার বাংলাদেশের অগ্রযাত্রার সাথী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুদেশের ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের জয়গান গানের মধ্য দিয়ে শেষ হয় প্রধান অতিথির বক্তব্য।