রফতানির নতুন বাজার খুঁজতে বাংলাদেশী কূটনীতিকদের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৪:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
রফতানির নতুন বাজার খুঁজতে বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির তাগিদও দেন তিনি। কাতারের দোহায় মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশী কূটনীতিকদের সম্মেলনে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে দেশকে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।
কাতারের দোহায় নিজ আবাস্থল হোটেল ওয়াল্ডোর্ফ অ্যাস্টোরিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত কূটনীতিক দের নিয়ে সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গেলো ১৪ বছরে দেশের উন্নয়নের কথা তুলে ধরে, ইকোনোমিক ডিপ্লোম্যাসির উপর তাগিদ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধন হিসেবে বাংলাদেশকে পরিচিত করতে কূটনীতিকদের কাজ করার আহ্বান জানান তিনি।
করোনা ও যুদ্ধ পরবর্তী বৈশ্বিক সংকটের কথা তুলে ধরে আবারো সবাইকে সাশ্রয়ী হবার আহ্বান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।