সারাদেশে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
- আপডেট সময় : ০৫:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ১৬৯০ বার পড়া হয়েছে
আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স আর বর্তমানে সোহরাওয়াদী উদ্যানের এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। সভ্যতার আড়াই হাজার বছরের ইতিহাসের সেরার স্বীকৃতি পেয়েছে সেদিনের ঐতিহাসিক সেই ৭ই মার্চে ভাষণ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাংঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা কর্মসূচিতে সারাদেশে পালিত হচ্ছে দিনটি।
নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে ৭ই মার্চের কর্মসূচি। সকালে রাষ্ট্রীয় সালামের মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের নেতাকর্মীরা।
বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ।অন্যদিকে বঙ্গবন্ধু উদ্যানে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে শ্রদ্ধা জানায় বরিশাল মহানগর আওয়ামী লীগ।
রংপুর নগরীর বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পার্ঘ অর্পণ করেন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ও ডিআইজি রংপুর রেঞ্জ আব্দুল আলীম মাহমুদ। দিনটি উপলক্ষে শিশুদের চিত্রাংঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা, শিশু-কিশোরদের ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করে জেলা প্রশাসন।
ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সিটি মেয়র ইকরামুল হক টিটুসহ প্রশাসন কর্মকর্তা ও বিভিন্ন সংগঠন।
কুমিল্লায় নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। দিনব্যাপী টাউনহল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন, তার জীবন ও কর্ম নিয়ে চিত্র প্রদর্শনী ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পুস্তক প্রদশর্নীর আয়োজন করা হয়।
শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে স্মরণ করলেন সিলেটের সর্বস্তরের মানুষ।
লালমনিরহাটেও স্মৃতি-বিজড়িত ৭ই মার্চ পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে খুলনা নগরীরতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ,স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
যশোরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
“ঐতিহাসিক ৭ই মার্চ” জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা বিচার বিভাগ, এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়।বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ জনাব মোঃ আবুল মনসুর মিঞা, এ ছাড়াও গাইবান্ধা বিচার বিভাগের বিজ্ঞ বিচারকবৃন্দ, গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ প্রিন্সসহ আরো অনেকেই।
ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জে পালিত হচ্ছে নানা কর্মসূচী। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পস্তবক অর্পনের মাধ্যম্যে শ্রদ্ধা জানান জেলার সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ নানা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।
মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় ৭ই মার্চ উপলক্ষে জেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ ও সামজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
মেহেরপুরে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতৃকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
নীলফামারীতে জেলা শহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
বগুড়া জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ মসজিদে দোয়া মাহফিল, মন্দির, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দেয়া হয়।
ফরিদপুরে অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অর্পন করা হয়। এর আগে জাতীয় সংগিত পরিবেশনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়।
কুড়িগ্রামে স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। ।
ঝিনাইদহে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্টের পক্ষে জেলা প্রশাসন পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে।
এছাড়াও মাগুরা, নড়াইল, পটুয়াখালী, পাবনা, জয়পুরহাট, মৌলভীবাজার ও ঝালকাঠিতে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।