তদন্ত শেষ হলেই বিস্ফোরণের কারণ বলা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি আরো বলেন, তদন্ত শেষ হলেই বিস্ফোরণের কারণ ব্যাখ্যা করা যাবে। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, বেলা সাড়ে এগারটার দিকে ঘটনা পরিদর্শনে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ দুঃখ প্রকাশ করেছেন। এ ধরণের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, একের পর এক দুর্ঘটনায় সরকারের ব্যর্থতা দায়ী। তদন্ত করে বের করে জনগণকে জানানো উচিৎ বলেও জানান তিনি।
এদিকে..আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল গতকালের দুর্ঘটনায় আহতের চিকিৎসার খোঁজ নিতে শেখ হাসিনা বার্ন ইউনিটে গেছেন।
ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৮ জনের মধ্যে ১৭ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত শতাধিকেরও বেশি মানুষ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি আছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে। কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা জানা যায়নি এখনও। বিস্ফোরণের ঘটনায় এখনও নিখোঁজ ৩ জন।
তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে পরিবার। নিখোঁজ তিনজন হলো- মেহেদী হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়া ও রবিন হোসেন। এদিকে সকালে ঘটনাস্থলে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এই মুহূর্তে ধসে যাওয়া ভবনের মালামাল সরানো হচ্ছে। ঘটনাস্থল এবং আশেপাশের কয়েক মিটার এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল। বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।