ভর্তুকী মূল্যে রমজানের নিত্য পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রায় এক কোটি নিম্ন-আয়ের পরিবারের কাছে পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি।
এ উদ্যোগে আজ থেকে কার্ডধারীরা প্রতি কেজি চিনি ৬০ টাকা, খেজুর ১’শ, মসুর ডাল ৭০, ছোলা ৫০ এবং সয়াবিন তেল ১১০ টাকা লিটারে কিনতে পারবেন।
রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এখন এক কোটি মানুষ টিসিবির এ সেবা পাচ্ছেন।
বিশ্ববাজারের কারণে দেশে পণ্যের দাম বেশি, তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে আরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মধ্যে আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
একজন কার্ডধারী একবারে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, চিনি, ছোলা এবং ১ কেজি খেজুর কিনতে পারবেন।