রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ : প্রশাসনিক ভবনে তালা, বিক্ষোভ চলছে
- আপডেট সময় : ০১:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়ে পুরো ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এদিকে আজ এবং আগামী কাল সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বগুড়া থেকে বাসে চড়ে রাজশাহী আসার সময় ভাড়া নিয়ে হেলপার ও চালকের সাথে দ্বন্দ্ব বাঁধে এক শিক্ষার্থীর। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বাসের চালককে মারধর করে কয়েকজন
শিক্ষার্থী।
পরে এঘটনার পর শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা জোট বেঁধে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পেট্রল বোমা ছুড়ে ছুড়ে বিনোদপুর বাজারের দোকানপাট ও পুলিশ বক্সে আগুন ধরিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। দফায় দফায় চলে হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়া। শিক্ষার্থীরা জানায়, স্থানীয়দের অত্যাচারে তারা অতিষ্ঠ। একারণে এমন বিস্ফোরণ।
রেব ও পুলিশ ঘটনাস্থলে হাজির হলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এগোতে পারে নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে সাত প্লাটুন বিজিবি তলব করা হয়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বেগতিক দেখে ফিরে যান সিটি মেয়র ও জেলা প্রশাসক। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুহুর্মুহু রাবার বুলেট ও টিয়ার সেল ছুঁড়ে পুলিশ। ব্যবহার করা হয় জলকামানও।
এদিকে এ ঘটনায় রাতেই আহত ৮৬জন শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে হাসপাতালে তাদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচারয।
সংঘর্ষের পর রাতেই বিশ্ববিদ্যালয়ে সোমবার ও মঙ্গলবারের সকল ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা
হয়েছে।