স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে চীন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৮৯৩ বার পড়া হয়েছে
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্বাসযোগ্য ও কৌশলগত অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে চীন। সকালে চীনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত অনুষ্ঠানে এ কথা জানান চীনের রাষ্ট্রদূত।
বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক শান্তি রক্ষা ও উন্নয়ন অংশীদার হিসেবে চীন বাংলাদেশের সাথেই থাকবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার কথা তুলে ধরেন।
প্রত্যাশা করেন, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য রক্ষায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সংকট মোকাবেলায় চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।
ফোরামের সভাপতি দিলীপ বড়ুয়া বলেন, চীন শান্তি প্রতিষ্ঠায় বৈশ্বিকভাবে কাজ করছে দেশটি।