দার্জিলিংয়ে তিনটি জলবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার
- আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৭০০ বার পড়া হয়েছে
দার্জিলিংয়ে তিনটি জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে দুটি প্রকল্প শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানিপ্রবাহ কমিয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আর তাতে আরও বেশি সংকটে পড়বে বাংলাদেশ। ভারতীয় দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমন আভাস দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকার ‘বড়া রংগিত’ নদীতে তিস্তা লো ড্যাম প্রকল্প-১ ও ২-এর বিশদ প্রতিবেদন তৈরির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে।
এ দুই জলবিদ্যুৎ প্রকল্প থেকে যৌথভাবে ৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বড়া রংগিত নদীতে এ দুটো প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেয়া হয়েছে।
যা তিস্তা নদীর যে অংশ বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেছে সেই অংশের সঙ্গে যুক্ত। ফলে শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানি সরবরাহ আরো কমে গেলে বাংলাদেশের উত্তরাঞ্চলের জমিগুলোতে সেচকাজ বাধাগ্রস্ত হবে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তিস্তা নদীতে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ আরও কমে যাবে।
তাতে বিপদে পড়বে বাংলাদেশ। বালাসন এবং রংভাং নদীতে বালাসন জলবিদ্যুৎসহ আরো ১০টি প্রকল্পও চূড়ান্ত হয়েছে।