করালগ্রাসী তিস্তায় এখন ধূ ধূ বালুচর
- আপডেট সময় : ০২:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
নাব্য হারিয়ে করালগ্রাসী তিস্তায় এখন ধূ ধূ বালুচর। এর মধ্যে ভারতের ৩২ কিলোমিটার খাল খননের পরিকল্পনার খবরে স্থানীয়রা উদ্বিগ্ন। পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে নদী বাঁচাও কমিটি।
ভিটেমাটি-ফসল হারিয়ে নতুন করে বাঁচার আশায় তিস্তার বুকে চাষাবাদ করার চেষ্টাও ব্যর্থ করে দিচ্ছে পানি স্বল্পতা।
বন্যার ক্ষত না যেতেই তিস্তা মরে গেছে। জেগে উঠেছে বড় বড় বালুচর। অক্টোবরের মাঝামাঝি সময়ে তিস্তায় পানি থাকার কথা থাকলেও নাব্য না থাকায় তিস্তা নদী এখন ধূ-ধূ বালুচরে পরিণত হয়েছে।
পানিতে দুকূল ভাসিয়ে নেয়া সর্বনাশী তিস্তা শুকিয়ে খাঁ খাঁ। দুমাস আগেও নদীতে ছিল অনেক পানি।
তিস্তাতে এমনিতে পানি নাই, তার ওপর ভারতের ৩২ কিলোমিটার খাল খননের যে পরিকল্পনা সে খবরে স্থানীয় কৃষকরা উদ্বিগ্ন।
২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা পানিবণ্টন চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা বাতিল হয়ে যায়।
অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি নদী বাঁচাও কমিটির। এই প্রকল্প আন্তর্জাতিক আইনের পরিপন্থী জানিয়ে তা বাতিলের দাবী সবার।