কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস
- আপডেট সময় : ০৬:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেটে তিন ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় উত্তপ্ত এখন পুরো ক্যাম্পাস। ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান, মহাসড়ক অবরোধ ও সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রক্টোরিয়াল বডি ব্যর্থ অভিযোগ করে প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর, পেশীশক্তির জানান দিতে ছাত্রলীগ নেতা রেজা-ই এলাহী বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে, তিন ছাত্রলীগ নেতার উপর হামলা করান বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের বর্ননা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ভুক্তভোগীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর, পেশীশক্তির জানান দিতে ছাত্রলীগ নেতা রেজা-ই এলাহী বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে, তিন ছাত্রলীগ নেতার উপর হামলা করান বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের বর্ননা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ভুক্তভোগীরা।
তবে প্রক্টরের দাবি এসব অভিযোগ তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রক্টরিয়াল বডি কাজ করছে বলে জানান তিনি।
তবে প্রক্টরের দাবি এসব অভিযোগ তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রক্টরিয়াল বডি কাজ করছে বলে জানান তিনি।